Wellcome to National Portal
Main Comtent Skiped

Baniachong TSC

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, হবিগঞ্জ জেলা শহর থেকে ১৪ কি.মি দূরে হবিগঞ্জ বানিয়াচং সড়কের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া বা ঈদগাঁ বাজার এলাকায় অবস্থিত। বানিয়াচং উপজেলার আয়তন: ৪৮২.২৫ বর্গ কিমি। অবস্থান: ২৪°২১´ থেকে ২৪°৪১´ উত্তর অক্ষাংশ এবং ৯১°১৩´ থেকে ৯১°৩০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে দিরাই, সাল্লা ও আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিণে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলা, পূর্বে হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলা, পশ্চিমে আজমিরিগঞ্জ, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা। বানিয়াচং গ্রাম এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত

জনসংখ্যাঃ ২৬৮৬৯১; পুরুষ ১৩৭৯১২, মহিলা ১৩০৭৭৯। মুসলিম ২১৫৪০১, হিন্দু ৫২৭৯৯, বৌদ্ধ ১৮৭ এবং অন্যান্য ৩০৪।

জলাশয়ঃ প্রধান নদী: কালনী। চোরগাঁও বিল, চাকুয়া বিল, সোনামুয়া বিল, বাটা বিল, আন্দুরা বিল, ধলা বিল, বাউড়াবান্দা বিল, কান্দাইয়াল বিল উল্লেখযোগ্য।

প্রশাসনঃ থানা গঠিত হয় ১৭৯০ সালে। বর্তমানে এটি উপজেলা।


প্রাথমিক শিক্ষা স্তর পরবর্তী জেএসসি (ভোকেশনাল), এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) কোর্স পরিচালনায় এ প্রতিষ্ঠানটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। দক্ষ মানবসম্পদ সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন এবং সর্বোপরি নাগরিকদের কারিগরি শিক্ষা ও দক্ষতায় আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।

বিশ্বায়নের এই যুগে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ প্রতিনিয়তই আসছে তাই শিক্ষার্থীদের মেধাবিকাশে সময়োপযোগী পাঠদান ও প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন চৌকষ নাগরিক ও হাতে-কলমে দক্ষতাসম্পন্ন আলোকিত মানুষ গড়ে তুলতে ২০২২ সালে প্রায় ১৫০ (একশত পঞ্চাশ) একর জমির উপর দৃষ্টিনন্দন এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ৷ ২০২২ সাল থেকে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে এসএসসি ও এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালু হয়।


পরিচালিত শিক্ষাক্রম

১) জেএসসি (ভোকেশনাল): ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি

২) এস.এস.সি (ভোকেশনাল): ৯ম ও ১০ম শ্রেণি

ট্রেডসমূহ

(ক) মেশিন অপারেশন বেসিকস

(খ) জেনারেল ইলেকট্রনিক্স

(গ) সিভিল কন্সট্রাকশন এন্ড সেফটি

(ঘ) ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন

৩) এইচ.এস.সি (ভোকেশনাল): একাদশ ও দ্বাদশ শ্রেণি

ট্রেডসমূহ

(ক) মেশিন টুলস অপারেশন এন্ড মেইনটেনেন্স

(খ) ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন

(গ) বিল্ডিং কন্সট্রাকশন এন্ড মেইনটেনেন্স

(ঘ) ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন