গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, হবিগঞ্জ জেলা শহর থেকে ১২ কি.মি অদূরে হবিগঞ্জ বানিয়াচং সড়কের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া বা ঈদগাঁ বাজার এলাকায় অবস্থিত। সীমানা: উত্তরে দিরাই, সাল্লা ও আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিণে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলা, পূর্বে হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলা, পশ্চিমে আজমিরিগঞ্জ, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা। বানিয়াচং গ্রাম এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত।
পরিচালিত শিক্ষাক্রম
১) জেএসসি (ভোকেশনাল): ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি
২) এস.এস.সি (ভোকেশনাল): ৯ম ও ১০ম শ্রেণি
৩) এইচ.এস.সি (ভোকেশনাল): একাদশ ও দ্বাদশ শ্রেণি
এস.এস.সি (ভোকেশনাল) চলমান ট্রেডসমূহ
(১) মেশিন অপারেশন বেসিকস
(২) জেনারেল ইলেকট্রনিক্স
(৩) সিভিল কন্সট্রাকশন এন্ড সেফটি
(৪) ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন
এইচ.এস.সি (ভোকেশনাল) চলমান ট্রেডসমূহ
(১) মেশিন টুলস অপারেশন এন্ড মেইনটেনেন্স
উক্ত ট্রেডে ভর্তি হতে হলে এসএসসি (ভোকেশনাল) এ নিম্নের যেকোনো একটি ট্রেড থেকে পাশ করতে হবে-
ক) মেশিন অপারেশন বেসিকস
খ) জেনারেল মেকানিক্স
গ) মেশিন টুলস অপারেশন
ঘ) মেকানিকাল ড্রাফটিং উইথ ক্যাড
ঙ) ওয়েল্ডিং ওয়াকর্স
(২) ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন
উক্ত ট্রেডে ভর্তি হতে হলে এসএসসি (ভোকেশনাল) এ নিম্নের যেকোনো একটি ট্রেড থেকে পাশ করতে হবে-
ক) জেনারেল ইলেকট্রনিকস
খ) অডিও ভিডিও সিস্টেম
(৩) বিল্ডিং কন্সট্রাকশন এন্ড মেইনটেনেন্স
উক্ত ট্রেডে ভর্তি হতে হলে এসএসসি (ভোকেশনাল) এ নিম্নের যেকোনো একটি ট্রেড থেকে পাশ করতে হবে-
ক) সিভিল কনস্ট্রাকশন এন্ড সেফটি
খ) বিল্ডিং মেইনটেন্যান্স
গ) সিভিল কনস্ট্রাকশন
ঘ) প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং
(৪) ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন
উক্ত ট্রেডে ভর্তি হতে হলে এসএসসি (ভোকেশনাল) এ নিম্নের যেকোনো একটি ট্রেড থেকে পাশ করতে হবে-
ক) ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন
খ) ওয়েল্ডিং ওয়ার্কস
গ) জেনারেল মেকানিক্স
ঘ) প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস