Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিচিতি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, হবিগঞ্জ জেলা শহর থেকে ১২ কি.মি অদূরে হবিগঞ্জ বানিয়াচং সড়কের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া বা ঈদগাঁ বাজার এলাকায় অবস্থিত। সীমানা: উত্তরে দিরাই, সাল্লা ও আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিণে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলা, পূর্বে হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলা, পশ্চিমে আজমিরিগঞ্জ, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা। বানিয়াচং গ্রাম এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত।



শিরোনাম
এইচএসসি (ভোকেশনাল) ৪ টি ট্রেডে ভর্তি চলছে
বিস্তারিত

বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বানিয়াচং, হবিগঞ্জ এইচএসসি (ভোকেশনাল) একাদশ শ্রেণিতে চালুকৃত ট্রেড ও ভর্তির জন্য নির্ধারিত যোগ্যতা


১। বিল্ডিং কনস্ট্রাকশন এন্ড মেইনেটেন্যান্স

**যোগ্যতা**

এসএসসি (ভোকেশনাল) যে ট্রেড থেকে পাশ হতে হবে;


ক) সিভিল কনস্ট্রাকশন এন্ড সেফটি

খ) বিল্ডিং মেইনটেন্যান্স

গ) সিভিল কনস্ট্রাকশন 

ঘ) প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং


২। ইলেকট্রিক্যাল কন্ট্রোল এন্ড কমিউনিকেশন

**যোগ্যতা**

এসএসসি (ভোকেশনাল) যে ট্রেড থেকে পাশ হতে হবে;


ক) জেনারেল ইলেকট্রনিকস 

খ) অডিও ভিডিও সিস্টেম 


৩। মেশিন টুলস অপারেশন এন্ড মেইনটেন্যান্স

**যোগ্যতা**

এসএসসি (ভোকেশনাল) যে ট্রেড থেকে পাশ হতে হবে;


ক) মেশিন অপারেশন বেসিকস 

খ) জেনারেল মেকানিক্স

গ) মেশিন টুলস অপারেশন

ঘ) মেকানিকাল ড্রাফটিং উইথ ক্যাড

ঙ) ওয়েল্ডিং ওয়াকর্স


৪। ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন

**যোগ্যতা**

এসএসসি (ভোকেশনাল) যে ট্রেড থেকে পাশ হতে হবে;


ক) ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন 

খ) ওয়েল্ডিং ওয়ার্কস

গ) জেনারেল মেকানিক্স 

ঘ) প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং


ভর্তির সময়সীমা: ২৫ জুন ২০২৪ হতে ০৮ আগস্ট ২০২৪ খ্রি: তারিখ পর্যন্ত

ছবি
প্রকাশের তারিখ
29/06/2024
আর্কাইভ তারিখ
09/08/2024